ফিচার ডেস্ক:
আমাদের দৈনন্দিন জীবনে হরহামেশাই ব্যবহৃত একটি ছোট জিনিস – *সেফটি পিন*। দেখতে যতই সাধারণ হোক না কেন, এর পেছনের গল্পটি কিন্তু দারুণ কৌতূহল জাগানিয়া। এমনকি কিছুটা হাস্যকরও!
বর্তমানের ঘূর্ণিত স্প্রিং ও প্রতিরক্ষামূলক হুকযুক্ত এই "অযোগ্য" সুইটি উদ্ভাবিত হয় ১৮৪৯ সালে*, *নিউ ইয়র্কের উদ্ভাবক ওয়াল্টার হান্ট*-এর হাতে। তখন তিনি মাত্র *১৫ ডলারের একটি ঋণ* শোধ করার জন্য তড়িঘড়ি করে এমন কিছু খুঁজছিলেন, যা দ্রুত বাজারে বিক্রি হয়ে অর্থ আনতে পারে।
মাত্র *তিন ঘণ্টার মাথায়*, হান্ট তৈরি করেন এমন একটি নকশা, যা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে – প্রায় *১৭৬ বছর* ধরে, কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই।
সাধারণ কিন্তু কার্যকর এই নকশাটি পেটেন্ট হওয়ার পর সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে ওঠে। ছোট থেকে বড়, কাপড়ের জরুরি মেরামত থেকে শুরু করে পোশাকে শৈল্পিক ছোঁয়া—সবখানেই সেফটি পিন হয়ে ওঠে একটি অপরিহার্য আনুষঙ্গিক*।
ওয়াল্টার হান্ট কিন্তু সেফটি পিনের পেটেন্ট স্বত্ব অনেক আগেই মাত্র ৪০০ ডলারে বিক্রি করে দিয়েছিলেন। পরবর্তীতে এই উদ্ভাবন বিশ্বজুড়ে যে পরিমাণ ব্যবসা করেছে, তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি।
প্রযুক্তি
মাত্র ১৫ ডলারের ঋণ! জন্ম নিল বিশ্ববিখ্যাত সেফটি পিন।
প্রকাশ: 15 November, 2025 • 0 বার পঠিত