প্রযুক্তি

আকাশেই বিদ্যুৎ কারখানা! চীনের ভাসমান উইন্ড টারবাইন বদলে দিচ্ছে নবায়নযোগ্য জগত*

প্রকাশ: 15 November, 2025 • 0 বার পঠিত

আকাশেই বিদ্যুৎ কারখানা! চীনের ভাসমান উইন্ড টারবাইন বদলে দিচ্ছে নবায়নযোগ্য জগত*
বিশেষ প্রতিনিধি*

আমরা প্রায় সকলেই মাটি বা সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা উইন্ড টারবাইন দেখেছি। তবে এবার সেই ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন। বিশ্বের বুকে এক নতুন দিগন্ত উন্মোচন করে চীন সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের তৈরি ভাসমান উইন্ড টারবাইন – যার নাম *S1500*।

এই হেলিয়াম-পূর্ণ দৈত্যাকার *Buoyant Airborne Turbine* আকাশে ভেসে থেকেই বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এটি শুধু নবায়নযোগ্য শক্তির দুনিয়ায় এক যুগান্তকারী পদক্ষেপ নয়, বরং এটি ইতিমধ্যেই *বিভিন্ন বিশ্ব রেকর্ড* স্থাপন করেছে।

এই মেগাওয়াট-স্তরের প্রযুক্তি যৌথভাবে তৈরি করেছে *বেইজিং এসএডব্লিউইএস এনার্জি টেকনোলজি কোম্পানি লিমিটেড* এবং *চীনের বিখ্যাত সিনহুয়া বিশ্ববিদ্যালয়*। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যেই এটি বাণিজ্যিক উৎপাদনে যাবে।

প্রযুক্তিবিদরা মনে করছেন, এই ধরনের টারবাইন ব্যবহার করে *বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব*। যেখানে মাটিতে টারবাইন বসানো কঠিন বা ব্যয়বহুল, সেখানে এই ভাসমান প্রযুক্তি হতে পারে একটি টেকসই সমাধান। এছাড়া, যেহেতু এটি হেলিয়াম গ্যাসে ভেসে থাকে, তাই প্রাকৃতিক দুর্যোগ থেকেও তুলনামূলকভাবে নিরাপদ।

শেয়ার করুন