নিউজ ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন ডিবির অভিযানে ২,৯৬,২৫০ (দুই লক্ষ্য ছিয়ানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার আনুমানিক দুপুর ২ টায় মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাশ সংলগ্ন সিলেট তামাবিল রোডস্থ নেছারাবাদ নার্সারীর সামনে চেক পোস্ট পরিচালনা করাকালে ৩,৯৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ যার আনুমানিক মূল্য ২,৯৬,২৫০/- (দুই লক্ষ্য ছিয়ানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকাসহ মোঃ আল-আমিন (৩০), সাং-সাদারপাড়া কলোনী, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট‘কে আটক করেছেন।
জব্দকৃত একটি পিকআপ গাড়ী যার রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৪-৮৭১০, চেসিস নং-MAT367177B8R01481, ইঞ্জিন নং-497SPTC35AYY601659, (খ) ৩,৯৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ যার আনুমানিক মূল্য ২,৯৬,২৫০/- (দুই লক্ষ্য ছিয়ানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকা। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।